বাংলাদেশের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮

আদালতে ফের খালেদার জামিন চাইবে বিএনপি

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংরক্ষিত ছবি


জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া সাজার বিরুদ্ধে আবার আপিল ও জামিন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে দলের প্রধান যেন অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এ আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থায়ী এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১