বাংলাদেশের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮

আজ থেকে হাজার বত্রিশ


‘হাজার বত্রিশ’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটক আসছে এটিএন বাংলায়। আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর। অভিনয়ে আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মণ্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

গল্পে দেখা যাবে, বাড়িটির হোল্ডিং নাম্বার ১০৩২.... দোতলা বাড়িটি জাফর সাহেবের। সারা জীবনের সব পুঁজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। জাফর সাহেবের স্বপ্ন পূরণ হওয়ার আগেই স্ত্রী বিয়োগ ঘটল। জাফর সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ির দোতলায় এখন তিনি থাকেন তার ছেলেমেয়েদের নিয়ে। আর নিচতলাটা ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু সব সুযোগ-সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চায় না এই বাড়িটিতে। কী যেন এক রহস্য আছে এখানটায়.... আদি ভৌতিক কিছু একটা কি তবে? সারা পাড়ায় এটা নিয়ে রসালো কিংবা ভৌতিক গল্পের জন্ম নেয় প্রতিদিনই। কারো কারো মতে, আজমল সাহেবের স্ত্রীর অতৃপ্ত আত্মাই আসলে এখানে থাকতে দেয় না বাইরের কোনো মানুষকে। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরি হয়। একেকটি নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় আজমল সাহেবের ১০৩২ বাড়ির নিচতলায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১