বাংলাদেশের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮

বিশ্বকাপে নতুন নজির

ব্যাটিংয়ে জুটি বেঁধে ম্যাচ জেতালেন দম্পতি!

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার ডেন ভ্যান নিয়েকার্ক ও মারিজানে কাপ সংগৃহীত ছবি


আগে কখনো আইসিসি ইভেন্টে আগে এমন চিত্র দেখা যায়নি। মঙ্গলবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একসঙ্গে ব্যাট করতে দেখা গেল এক দম্পতিকে। ক্রিকেট ইতিহাসে এই নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক ও মারিজানে কাপ। এরা দু’জন নব বিবাহিত দম্পতি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নিয়েকার্ক-মারিজানে মিলে তৃতীয় উইকেটে যোগ করলেন ৬৭ রান। ৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর এই জুটিই দক্ষিণ আফ্রিকার হয়ে সাত উইকেটে জয়ের ভিত গড়ে। ৪৪ বলে ৩৮ রানে ফেরেন মারিজানে। চারটি চার ও একটি ছক্কার সাহায়্যে এই স্কোর গড়েন তিনি। আর নিয়েকার্ক ৪৫ বলে অপরাজিত থাকেন ৩৩ রানে। তার ইনিংসে রয়েছে দুটো চার। এই দম্পতির উভয়েই বল হাতে নিয়েছেন উইকেটও।

এই বছরই জুলাইয়ে নিয়েকার্ক বিয়ে করেন সতীর্থ মারাজানেকে। ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করেছিলেন মারিজানে। বিয়েতে এসেছিলেন দুইজনের অধিকাংশ সতীর্থ। দু’জনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান কয়েকদিনের ব্যবধানে ২০০৯ বিশ্বকাপে। ৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সি গায়ে চাপান নিয়েকার্ক। দু’দিন পর ১০ মার্চ অস্টেলিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটে মারিজানের।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েকার্ক-মারিজানেই অবশ্য একমাত্র দম্পতি নন। গত বছর বিয়ে করেছেন নিউজিল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর। তবে এই প্রথমবার আইসিসির কোনো প্রতিযোগিতায় একসঙ্গে ব্যাট করলেন এক দু’জনেই এর আগে ৫০তম ম্যাচ খেলেছেন একসঙ্গে। এখনো পর্যন্ত ৯৮ ওয়ানডে ও ৭০ টি-টোয়েন্টি খেলেছেন নিয়েকার্ক। দুই ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ১৯৪৬ রান ও ১৫৩৮ রান। মারিজানে খেলেছেন ৯৬ ওয়ানডে ও ৬৭ টি-টোয়েন্টি। একদিনের ক্রিকেটে মারিজানে করেছেন ১৬২৬ রান, নিয়েছেন ১০৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৭০০ রান, নিয়েছেন ৫০ উইকেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১