বাংলাদেশের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮

‘ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই রাজধানীর নয়াপল্টনে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারী ও যারা গাড়ি পুড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। সর্বত্র শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যখন দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত তখনই তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’

নির্বাচন বানচাল করতে এ হামলার পেছনে সরকার রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতার বক্তব্যকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই না। ঘটনার ভিডিও আমরা সবাই দেখেছি। বিএনপি নেতাদের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ছিল। বিএনপির দুই নেতা সেখানে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি নেতা-কর্মীরা হামলার মুডে ছিল।’

বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সংলাপের সময় বিএনপি নেতারা আমাদের তালিকা দিয়েছে। তালিকা যাচাই-বাছাই চলছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১