বাংলাদেশের খবর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮

রোববারের মধ্যে নির্বাচনী ব্যানার-ফেস্টুন নামানোর নির্দেশ

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংগৃহীত ছবি


আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছে কমিশন। ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী সব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নামানো না হলে এর সকল দায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন করা কোনো দেশেই সম্ভব নয়, ইসি একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করবে। এসময় তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সহকারী রিটানিং কর্মকর্তাদের সৎ থেকে কাজ করা আহ্বান জানান।

তৃতীয় দফার এই ব্রিফিংয়ে অংশ নেন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারি রিটার্নং কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১