বাংলাদেশের খবর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮

মাগুরায় ইয়াবায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন

আটককৃত চক্রান্তকারী খোকন ছবি : বাংলাদেশের খবর


মাগুরায় শুক্রবার জুম্মার নামাজের ফাঁকে এক কাপড় ব্যবসায়ী মুসল্লির জুতার ভেতর ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন অপর কাপড় ব্যবসায়ী। মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারের কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৫) মসজিদে নামাজ পড়তে গেলে তার খুলে রাখা জুতার ভেতর ৪৬ পিস ইয়াবা লুকিয়ে রেখে পুলিশে খবর দেন আরেক কাপড় ব্যবসায়ী মো: খোকন বিশ্বাস (৪০)। শুক্রবার দুপুরে তল্লাশি করে ইয়াবা পেয়ে পুলিশের সন্দেহ হলে তদন্তে ধরা পড়ে সাজানো এ ঘটনা। পুলিশ খোকনকে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদে সে সাজানো ঘটনাটি স্বীকার করেছে। শহিদুল বগিয়া ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, শহিদুল ইসলাম (৩৫) এক সময় আলোকদিয়া বাজারে খোকনের কাপড়ের দোকানের দর্জি ছিল। কিছুদিন আগে শহিদুল নিজেই কাপড়ের দোকান দিয়ে একই বাজারে ব্যবসা শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে খোকন শহিদুলকে শায়েস্তা করার কৌশল খুঁজছিল। এক পর্যায়ে শুক্রবার শহিদুল আলোকদিয়া মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলে খোকন ও তার সহযোগী আকবর মোল্যা শহিদুলের জুতার মধ্যে ৪৬ পিস ইয়াবা লুকিয়ে রাখে। পরে সোর্সের মাধ্যমে পুলিশে খবর দেয়। ইয়াবা উদ্ধারের পর শহিদুলকে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ হলে তদন্তে আসল তথ্য বেরিয়ে আসে। এ সময় পুলিশ খোকনকে আটক করলেও পালিয়ে যায় আকবর। আটক খোকনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় মামলা দায়ের করা হয়েছে । পলাতক আকবরকে আটকের চেষ্টা চলছে। পলাতক আকবর ফরিদপুরের মধুখালী থানার চরগয়েশপুর গ্রামের হাসেম মোল্যার ছেলে। খোকন বগিয়া ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১