বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮

নয়াপল্টনে সংঘর্ষ

‘তদন্ত প্রতিবেদন’ চেয়ে আইজিপিকে ইসির চিঠি

নির্বাচন কমিশন (ইসি) ছবি : সংগৃহীত


নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে’ বিষয়ভিত্তিক ওই চিঠি গত বৃহস্পতিবার আইজিপি বরাবর পাঠানো হয়। চিঠিতে ওই ঘটনার সার্বিক বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

নির্বাচন কমিশনার কবিতা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় লোকসমাগমে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তায় যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেয়। এ নিয়ে দুপুরে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উচ্ছৃঙ্খল লোকজন কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়। এতে কর্তব্যরত পুলিশসহ অনেকে আহত হয়। এসব ঘটনার ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণসহ একটি প্রতিবেদন কমিশনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রধানকে।

ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নন এমন কোনো ব্যক্তিকে যেন হয়রানি করা না হয় এবং একই সঙ্গে এ ঘটনার জন্য নিরপরাধ ব্যক্তিকে কোনো মামলায় জড়ানোর কারণে নির্বাচনের পরিবেশ ও সুষ্ঠু আবহ যেন বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

গত ১৪ নভেম্বর নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষের পরও ওইদিনই জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে ঘটনার জন্য সরকারকে দায়ী করে এর প্রতিকার চায়। ওই সময় ইসি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। একই দিনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে সাক্ষাৎ করে বিএনপি নির্বাচন বানচাল করতে ওই ঘটনা ঘটিয়েছে অভিযোগ তুলে তার বিচার দাবি করে।

দুই দলের পাল্টাপাল্টি অভিযোগের পর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কমিশন ওই ঘটনার বিষয়ে আইজিকে চিঠি দিয়ে প্রতিবেদন দিতে নির্দেশনা দেবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১