বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮

গ্রেফতার ১০

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা

খুলনা ম্যাপ


ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার রূপসা উপজেলার তিলক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের অনেক সরঞ্জামসহ একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো রাজ্জাক চৌধুরী, মাসুম ওরফে ফারুক চৌধুরী, আরিফুজ্জামান ওরফে শরীফ, রিপন গাজী, আলমগীর হোসেন, সাগর মিয়া, হিরা মিয়া,  সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ, আনিসুর রহমান ও গফুর আলী।

খুলনা জেলা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, তিলক কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেট কারসহ একটি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান, ডিবির ৭টি কোটি, পুলিশের ৪টি ভুয়া আইডি, ৩টি পিস্তলের কভার, ৪টি টর্চ লাইট, ৪টি বাঁশি, এক জোড়া হ্যান্ডক্যাপ, ২টি ডিবি পুলিশ লেখা লেমিনেটিং কার্ড উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরো একটি কাল রঙের মাইক্রোবাসসহ ডাকাত দলের ৪-৫ জন পালিয়ে যায়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, পুলিশ-র্যাব পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি ও  চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে রূপসা থানায় দুটি  মামলা করেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১