বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮

ভারতে ঘূর্ণিঝড়ে ২০ জনের মৃত্যু

ভারতে ঘূর্ণিঝড়ে ২০ জনের মৃত্যু


ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গজর তাণ্ডবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় আঘাত হানে। নাগাপাত্তিনাম থেকে ভেদারান্নিয়াম পর্যন্ত ছয়টি জেলার ওপর চলে এর তাণ্ডব। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ছয় জেলা থেকে অন্তত ৮১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এ কারণে প্রাণহানির সংখ্যা কম হয়েছে বলে স্থানীয় একজন কর্মকর্তা জানান। তবে গজর আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নাগাপাত্তিনাম জেলায়। ঝড়ের আঘাত হানতে পারে এই আশঙ্কায় শুক্রবার এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আগাম ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও নিজ নিজ কর্মীদের ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় কোথাও কোথাও গাছ উপড়ে গেছে। কিছু কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের চারটি দল ঘূর্ণিদুর্গত এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১