বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮

বেরোবিতে সাংবাদিকের উপর হামলায় ইবিসাসের নিন্দা

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) লোগো সংগৃহীত ছবি


রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাব্বি হাসান সবুজের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।

শনিবার ইবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা-প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ‘সাংবাদিকদের উপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের মারধর করে তাদের কলমকে থামিয়ে দেওয়া যায় না। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ সেই সঙ্গে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে বিজয় সড়কে রাব্বি হাসানের ওপর ওই হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১