বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮

কর্মকর্তাদের ইসির নির্দেশ

নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে কোনো আপস নেই

নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত ছবি


নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে কোনো ধরনের আপস করবে না নির্বাচন কমিশন (ইসি)। এজন্য চোখ-কান খোলা রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচনে দায়িত্বরতদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে গতকাল শনিবার নির্বাচনে ইভিএম ব্যবহার ও সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে এসব নির্দেশনা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক এ সময় উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পুরো জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। আমরা জাতির সে প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। আমরা চাই, আপনারা প্রত্যেকে নিরপেক্ষতা বজায় রাখবেন।

তিনি এ সময় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত সব কাজ আইনানুগভাবে করার পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক বলেন, নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগভাবে করতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা হলে কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১