বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮

সিরিয়ায় ফিরেছে ৩ লাখ শরণার্থী


সিরিয়ার গৃহযুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। দুই-একটি জায়গা এখনো বিদ্রোহীদের দখলে থাকলেও এই যুদ্ধে বাশার আল আসাদ সরকারেরই জয় হয়েছে। ফলে গৃহযুদ্ধের কারণে প্রাণ বাঁচাতে গত সাত বছর ধরে দেশ ছেড়ে চলে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। গত কয়েক মাসে প্রায় ২ লাখ ৭০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। খবর প্রেস টিভি।

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ গত শুক্রবার বলেন, গত কয়েক সপ্তাহে প্রায় ছয় হাজার সিরীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন। বিদ্রোহীদের পরাজিত করার পর দেশে ফিরতে শরণার্থীদের উৎসাহী করে আসছে বাশার সরকার ও তার জোট রাশিয়া। সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তাদের নিশ্চিত করা হয়েছে। এরপর কয়েক মাস আগে থেকেই শরণার্থীরা ফিরতে শুরু করে।

চলতি মাসের শুরুতে লেবানন কর্তৃপক্ষও জানায়, জুলাই মাস থেকে ৮০ হাজারের বেশি সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরেছে। অপরদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় সাড়ে সাত লাখ শরণার্থী নিজেদের দেশে ফিরেছে। উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের জোয়ারে সিরিয়ায়ও শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। ক্রমে সেটি গৃহযুদ্ধে রূপ নেয়। সাত বছর ধরে চলা এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয় লাখ লাখ সিরীয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১