বাংলাদেশের খবর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮

সংসদীয় আসন ১৮৭ (ঢাকা-১৪)

আ.লীগ-বিএনপি লড়াই হবে হাড্ডাহাড্ডি

লোগো আ.লীগ-বিএনপি


ঢাকা-১৪ সংসদীয় আসন হলো ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭ নং আসন। ২০০৮ সালের আগপর্যন্ত এটি ঢাকা-১১ আসন ছিল। ২০০৮ সালে ভোটের আগে আসন পুনর্বিন্যাসের ফলে এ আসন ভেঙে ঢাকা-১৪, ঢাকা-১৫ ও ঢাকা-১৬ করা হয়। এস এ খালেক বিএনপির হয়ে এ আসনে প্রথম এমপি হন ১৯৭৯ সালে। এরপর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি পরপর দুবার এমপি হন। ১৯৯১ সালে এ আসনে বিএনপির হারুন মোল্লাহ আওয়ামী লীগের ড. কামাল হোসেনকে হারিয়ে এমপি হন। উল্লেখ্য, ১৯৯২ সালের নভেম্বরে হারুন মোল্লাহ মারা গেলে উপনির্বাচনে কামাল মজুমদারকে হারিয়ে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এস এ খালেকের বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মহসীন। তিনি পরে স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এ আসনে প্রার্থী হন তার বাবা এস এ খালেক। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও এমপি হন খালেক। সপ্তম সংসদে এখলাস মোল্লাহকে হারিয়ে এমপি হন কামাল মজুমদার। ২০০১ সালের ভোটে কামাল মজুমদারকে হারিয়ে পঞ্চমবারের মতো এমপি হন এস এ খালেক। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসের পর গঠিত ঢাকা-১৪ আসনে এস এ খালেককে হারিয়ে এমপি হন আওয়ামী লীগের আসলামুল হক। ২০১৪ সালের নির্বাচনেও তিনি এমপি হন। এ আসনে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চান বর্তমান এমপি আসলামুল হক আসলাম ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিনা আক্তার তুহিন। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক এমপি এস এ খালেক, তার ছেলে ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাইফ সিদ্দিক সাজু ও মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু। জাতীয় পার্টির রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আকতার এলাকায় কাজ করছেন। তিনি জোটের পক্ষে মনোনয়নপ্রত্যাশী। এ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কথা বলে সাজানো হয়েছে এবারের খবরের কাগজে সংসদ। সার্বিক সহযোগিতায় সৈয়দ ফয়জুল আল আমীন, গ্রাফিক্স ডিজাইনে মোনায়েম ইসলাম, পরিকল্পনা গ্রন্থনা ও সম্পাদনায় মো. আসিফ উল আলম সোহান

একনজরে ঢাকা-১৪ আসন

জাতীয় সংসদের আসন নং : ১৮৭। সীমানা : এ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড) মিরপুর, দারুস সালাম, শাহ আলী ও রূপনগর থানার আংশিক এবং সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার সংখ্যা : ৪ লাখ ৬ হাজার ৫৩৪ জন। সাবেক এমপিদের নাম : ২০০১ : এস এ খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; ২০০৮ : মো. আসলামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ; ২০১৪ : মো. আসলামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১