বাংলাদেশের খবর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

সীমান্তে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ছবি : বাংলাদেশের খবর


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তুল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন ও সহকারি পরিচালক মেজর আজিমুল এই অভিযানে নেতৃত্ব দেন।

সোমবার বিকেলে প্রেসব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলকুপি বিওপি’র ১৮০/৯ এস মেইন পিলারের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়’। তিনি আরো জানান, বিজিবি’র কাছে খবর রয়েছে দেশে সন্ত্রাস সৃষ্টির লক্ষে কতিপয় সন্ত্রাসী এই অস্ত্রগুলো ভারত থেকে দেশে নিয়ে আসছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১