বাংলাদেশের খবর

আপডেট : ২১ নভেম্বর ২০১৮

বিষপানে সন্তানসহ মায়ের আত্মহত্যা!

বিষপানে আত্মহত্যা! প্রতীকী ছবি


স্বামীর সঙ্গে অভিমান করে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিষ পান করে শিশু সন্তানসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারী আবু বকরের স্ত্রী খালেদা (২২) ও তার এক বছর বয়সী ছেলে আবু সাঈদ। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে ইসমাইলের বাড়িতে স্বামীর সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে অভিমান করে ছেলের মুখে বিষ দিয়ে হত্যার পর আত্মহত্যা করেন খালেদা।

দাউদকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খালেদা এবং তার এক বছর বয়সী শিশু ছেলে বিষ পান করে আত্মহত্যা করেছে।

খালেদার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, খালেদা আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামের আবদুল বারেকের মেয়ে। দাউদকান্দির শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজে এক সময় শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই কারখানার কর্মী চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের আবু বকর ছিদ্দিকের সঙ্গে খালেদার প্রেমের সম্পর্ক ছিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান জন্মের পর কাজ ছেড়ে দেয় খালেদা ও আবু বকর। এরপর তারা ভাগলপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় ওঠে।

তিনি আরো জানান, সকালে খালেদার ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘরের দরজা ভেঙে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষপানের ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১