বাংলাদেশের খবর

আপডেট : ২১ নভেম্বর ২০১৮

শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের উদ্বোধন

শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান ছবি : বাংলাদেশের খবর


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুরে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নূরুল কবির। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মেধা বিকাশের মাধ্যমে কর্মক্ষেত্রে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রথম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পথচলা শুরু করল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র। সম্প্রতি শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দুরুল হোদার বাসভবনে ১০০ জন বালক ও ১০০ জন বালিকাকে প্রশিক্ষণ ও পুর্নবাসন করার লক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক বেলায়েত হোসেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানসহ অন্যান্যরা। এর আগে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প, ফেইজ-দুই এর সহযোগিতায় ১২৮ জন এতিম শিশুর মাঝে ১৫ লাখ ৩৬ হাজার টাকার চেক প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১