বাংলাদেশের খবর

আপডেট : ২২ নভেম্বর ২০১৮

হাসপাতাল থেকে নবজাতক চুরি

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি : প্রতীকী ছবি


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের রাশেদ আলীর স্ত্রী রোজিনা খাতুনের প্রসব বেদনা উঠলে গতকাল বুধবার তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। সেদিনই রোজিনা খাতুন একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর রাশেদা অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে হাসপাতালে তার নানীর কাছে রাখা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশুটি কাঁদতে থাকলে এসময় অজ্ঞাত এক মহিলা এসে বলে শিশুটি কাঁদছে আমার কাছে দেন আমি কান্না থামিয়ে দিচ্ছি। এ কথা বলে শিশুটিকে নিয়ে সটকে পড়ে ওই মহিলা। এসময় শিশুটির বৃদ্ধ নানী তাকে খোঁজে না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

এদিকে, হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছেন বেকায়দায়। ঈশ্বরদী থানা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শফিকুল ইসলাম শামীম নবজাতক চুরি যাওয়ার সত্যতা স্বীকার করেন। সর্বশেষ খবর জানতে হাসপাতালের পরিচালক ডাঃ আসমা খানকে দুপুর ২:০২ ও ২:০৪ মিনিটে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১