বাংলাদেশের খবর

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮

মোবাইল ব্যবসা ছাড়ছে না এইচটিসি


প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনা প্রতিষ্ঠান এইচটিসি এক সময় বাজারে প্রভাবশালী অবস্থান বজায় রাখলেও অন্যান্য প্রতিষ্ঠান বিশেষ করে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দোর্দণ্ড প্রতাপের কাছে হার মেনেছে। বিক্রির পরিমাণ এখন খুবই কম। স্মার্টফোন বাজার থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি, এমন খবরও বিভিন্ন সময় শোনা গিয়েছিল।

সম্প্রতি একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ইউ১২ প্লাস মডেলের একটি স্মার্টফোন বাজারে আনার মধ্য দিয়েই এ ব্যবসার সমাপ্তি ঘটাতে যাচ্ছে এইচটিসি। কিন্তু এ খবরটিকে গুজব বলে অভিহিত করেছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে এইচটিসি আশা প্রকাশ করে জানিয়েছে, এ বছরের শেষের দিকে এবং আগামী বছরের শুরুর দিকে বাজারে আনা স্মার্টফোনগুলোর মাধ্যমে বাজারে আরো শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারবে।

প্রতিষ্ঠানটি মনে করে স্মার্টফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ এবং ভবিষ্যতে মোবাইল ডিভাইসের উন্নয়নে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং ফাইভজি নিয়েও প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানানো হয়েছে। ফাইভজি চালু হলে এ প্রযুক্তির নতুন পণ্যও বাজারে আনার কথা বলেছে এইচটিসি।

আগামী মাসের শেষের দিকে ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির ইউ১২ প্লাসের পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে আরো কিছু প্রযুক্তি পণ্য বাজারে আনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছে এইচটিসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১