বাংলাদেশের খবর

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮

নোবিপ্রবিতে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান প্রতিনিধির পাঠানো ছবি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিনব্যাপী কর্মশালা ‘গুড গভর্নেন্স’ (ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে।

আজ শনিবার কর্মশালার দ্বিতীয় দিন বিকেলে এতে অংশগ্রহণকারী ৭০ কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এ দিন দুপুরে নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন দুইটি সেশন পরিচালনা করেন।

দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালার প্রথমদিন শুক্রবার সকালে এর উদ্বোধন করা হয়। কর্মশালাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

কর্মশালা সফলভাবে সমন্বয় করেন আইকিউএসি’র পরিচালক ড. মোহাম্মদ আশরাফুল আলম।

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১