বাংলাদেশের খবর

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮

ইবিতে ভর্তি কার্যক্রম শুরু কাল, ক্লাস ১৫ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো সংগৃহীত ছবি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। শনিবার জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামীকাল ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৯-১২ ডিসেম্বর পর্যন্ত মেধাতালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারবেন। অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তরা ১৭ ডিসেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবেন। ন্যুনতম পাশ নম্বরপ্রাপ্ত ও বিভাগীয় শর্তপূরণকারী বিশেষ কোটায় ভর্তিচ্ছুরা ২৪নভেম্বর থেকে ২ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবে। এক্ষেত্রে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৭-৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে।

প্রসঙ্গত, আগামী ১৫ জানুয়ারি থেকে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১