বাংলাদেশের খবর

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮

ব্রিটিশ রানীকে পেছনে ফেললেন কোটস

ডেনিস কোটস ছবি : ইন্টারনেট


ঐশ্বর্যের হিসেবে ক্রমশ ফিকে হয়ে আসছে ব্রিটিশ রানী গ্ল্যামার! সম্পদের নিরিখে রানী দ্বিতীয় এলিজাবেথকে এবার পিছনে ফেলে দিলেন সে দেশেরই অনলাইন বেটিং সংস্থা ‘বেট ৩৬৫’ গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও ডেনিস কোটস। এই মুহূর্তে তার সম্পদের পরিমাণ রানীর থেকে দশ গুণ বেশি।

ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুসারে, ডেনিস কোটসের সম্পদের পরিমাণ সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলার। সেই সঙ্গে বিশ্বের প্রথম ৫০০ জন ধনী ব্যক্তির মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, ব্রিটেনের ১৭ জন বিলিয়নিয়রের মধ্যে কোটস একমাত্র মহিলা। যদিও এই সম্পর্কে কোটসের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্রিটেনে ক্রীড়া ক্ষেত্রে অনলাইন বেটিং সংস্থা হিসেবে ‘বেট ৩৬৫’ একটি জনপ্রিয় নাম। যার দৌলতে বছরের পর বছর তাদের আয়ের অংক ক্রমশ বেড়েই চলেছে। যদিও এই সংস্থার বিরুদ্ধে নাবালকদের বেটিংয়ের প্রতি উৎসাহীত করার গুরুতর অভিযোগও আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১