বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮

তিশার কাঠ পুতুলের গল্প

তানজিন তিশা ছবি : সংগৃহীত


তিথি মেডিকেল স্টুডেন্ট। পড়াশোনার ফাঁকে ফাঁকে পথশিশুদের জন্য কন্ট্রিবিউটর খুঁজে বেড়ায় শহরের অলিতেগলিতে। একদিন তিথির সঙ্গে পরিচয় হয় করপোরেট আইডল ইহানের। ঘটনাক্রমে তিথিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয় ইহান। ঠিক তখনই তিথির একটি অতীত সামনে আসে। ভালোবাসার মূল্যায়ন করতে ইহান সব মেনে নিয়ে তিথিকে বিয়েও করে। কিন্তু ইহানের মা বিষয়টি মানতে পারেন না। অন্যদিকে, তিথি প্রেগন্যান্ট হয়। শুরু করে নতুন কাহিনী।

এমন গল্পের নাটক ‘কাঠ পুতুলের গল্প’তে অভিনয় করলেন তানজিন তিশা। নাটকে তিথি চরিত্রটি রূপায়ণ করেছেন তিনি। জাকিয়া সুলতানা লুনার লেখা গল্পটির চিত্রনাট্য করেছেন সেজান নূর। পরিচালনা করেছেন অনন্য ইমন। এখানে ইহান চরিত্রে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন। এ ছাড়া মিলি বাসার ও সজিব আরেফিনও অভিনয় করেছেন।

‘কাঠ পুতুলের গল্প’ নাটকটির গল্প বেশ আকর্ষণীয় জানিয়ে তানজিন তিশা বলেন, ‘গল্পে খুব একটা মোড় নেই। সাধারণ চিন্তা-ধারার গল্প এটি। তবে এটার জন্যই দর্শক নাটকটি দেখবে বলে আমার ধারণা। গল্পে এমন কিছু আছে যা শেষ পর্যন্ত দেখতেই হবে। না হলে কিছু বোঝা যাবে না।’

পরিচালক অনন্য ইমন বলেন, উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করেছি আমরা। তিশা ও ইরফান দুজনই মেধাবী শিল্পী। কিছুদিন পর জিটিভিতে এটি প্রচারিত হবে। আশা করছি, দর্শক ভালোভাবেই গ্রহণ করবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১