বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পুরোনেই আস্থা চাঁদপুর আ.লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রর্থীরা ছবি : বাংলাদেশের খবর


একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি আসনেই আওয়ামীলীগের প্রার্থী অপরিবর্তিত রয়েছে। বর্তমান সংসদ সদস্যদের উপরই আস্থা রাখছেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। চাঁদপুরের ৫টি আসনের সকল এমপিই ক্লীন ইমেজের হওয়ায় নির্বাচনি এলাকায় এদের গ্রহন যোগ্যতা ও জনপ্রিয়তাও রয়েছে। যদিও এ ৫টি আসনে বর্তমান সাংসদদের পাশা-পাশি আরো ৩৪জন নতুন মুখ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমান সংসদ সদস্যরা পুনরায় আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ একে বর্তমানদের জয়-জয়কার হিসেবেই দেখছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়েছে দু’জনকে। এরা হলেন বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র দেয়া হয়েছে। বর্তমান সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন দেয়া হয়েছে ড. শামছুল হক ভূঁইয়া এমপি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে মনোনয়ন দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ মেজর রফিকুল ইসলাম বীরউত্তমকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১