বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮

লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

লংকাবাংলা ফাইন্যান্সের লোগো সংগৃহীত ছবি


আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফ্যাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত কমিশনেন ৬৬৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড ও সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির মেয়াদ ছয় বছর।  যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, পেনশন ফান্ড এবং উচ্চ সম্পদশালী ব্যাক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

লংকাবাংলা ফাইন্যান্স বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১