বাংলাদেশের খবর

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮

সিলেট-২ আসন

জাপা ঠেকাতে ঐক্যবদ্ধ আ.লীগ, বিএনপিতে ইলিয়াসপত্নী লুনা

সিলেট-২ আসনের নির্বাচন সংগৃহীত ছবি


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। মহাজোট থেকে জোটের শরিক জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আবারো লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে তার এ মনোনয়ন ঠেকানোর জন্য স্থানীয় আওয়ামী লীগের একাধিক বিবদমান গ্রুপ ঐক্যবদ্ধ হয়েছে। নৌকা প্রতীকে নিজ দলের নেতাদের মধ্য থেকে প্রার্থী দেওয়ার দাবিতে সোম ও মঙ্গলবার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নেতারা। অবরোধকালে আওয়ামী লীগ নেতারা ‘আর কোনো দাবি নাই, নৌকার প্রার্থী চাই’ বলে স্লোগান দেন। আজ বুধবারও অবরোধ করার কথা রয়েছে। নিজেদের দলীয় প্রার্থীর মনোনয়নের বিষয়ে অনড় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে বিএনপি থেকে এই আসনে একক প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। সোমবার বিকালে লুনা বিএনপির ধানের শীষের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মইনুল হক বলেন, লুনা ম্যাডাম ধানের শীষের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। এখন ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি আমরা। এখানে আমাদের প্রতিরোধ করার মতো বড় কোনো প্রার্থী নেই।

উল্লেখ্য, এম ইলিয়াস আলী (২০০১-২০০৬) সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এরপর থেকে আজো তাদের খোঁজ মেলেনি।

সিলেটের প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত ‘বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা’ নিয়ে গঠিত সিলেট-২ আসন। দুই উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ডে ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৮১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৫২ জন।

আগামী ৩০ ডিসেম্বর দুই উপজেলার ভোটাররা ১২৭টি ভোটকেন্দ্রের ৬১৪টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন নিজেদের পছন্দের প্রার্থীকে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১