বাংলাদেশের খবর

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮

খালেদা জিয়ার আসনে যারা প্রার্থী হচ্ছেন

খালেদা জিয়া সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি খালেদা জিয়ার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে তার আসনগুলোতে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছিল। কিন্তু গত সোমবার ফেনী-১ আসনে বিএনপি নেত্রীকে মনোনয়ন দেওয়া হলেও পরদিন মঙ্গলবার এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে মিন্টুকে ফেনী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে।

অপরদিকে, খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১