বাংলাদেশের খবর

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮

ভারতকে ফের আলোচনার প্রস্তাব ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান


সকল ধরণের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য ভারতকে আবার আলোচনার প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাতে ইসলামাবাদে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। খবর দ্য ডনের।

ইমরান খান বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার মতবিরোধ নিরসন করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নিঃশর্ত আলোচনা।

এছাড়া তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর ভারতকে যে আহ্বান জানান সেটি আবার তুলে ধরেন।

তিনি বলেন, দুইদেশের সম্পর্কের উন্নয়নের জন্য ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে। ভারতের সঙ্গে সমঝোতা করতে পাকিস্তানের নীতি নির্ধারকেরা সদা প্রস্তুত আছে।

এছাড়া তিনি কাশ্মির প্রসঙ্গ নিয়ে বলেন, আমাদের দুই দেশের উচিৎ নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কাশ্মিরের সমস্যা সমাধান করা।

অন্য দেশে হামলা চালানোর কাজে পাকিস্তানের ভূমি ব্যবহৃত হয় বলে যে অভিযোগ রয়েছে তা নাকচ করে দেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক বলে যে অভিযোগ করা হয় তা থেকে নয়াদিল্লি সরে আসেনি অথচ পাকিস্তানে এখন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১