বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮

‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ


প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্ত ঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণ করা হয় এবারের ইত্যাদি। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে লক্ষাধিক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি। ইত্যাদির ধারণ উপলক্ষে হাওরকন্যা সুনামগঞ্জে ছিল উৎসবের আমেজ।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে আছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্য ভিত্তিক প্রতিবেদন। সুনামগঞ্জের লোক সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আবদুল করিমের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। জার্মান প্রবাসী শৌখিন দূরপাল্লার দৌড়বিদ শিব শংকর পাল এবং ঘড়ি সংগ্রাহক মাইনুল মাজেদীনের ওপর রয়েছে দুটি প্রতিবেদন। কিছু তরুণের মানবিক কাজের ওপর একটি ফলোআপ প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকা, এর কৃষিব্যবস্থা ও সেখানে কৃষিকাজ করে সফলতা লাভ করেছে এমন একজন বাংলাদেশির ওপর তথ্যবহুল প্রতিবেদন।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সঙ্কেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১