বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮

দেশে হংসবলাকা

উড়বে ১০ ডিসেম্বর

হংসবলাকা সংগৃহীত ছবি


‘হংসবলাকা’ নামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হলো বিশ্বের সর্বাধিক প্রযুক্তির বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ উড়োজাহাজটি। গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে হংসবলাকা। এর আগে লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন করা হয়। হংসবলাকা যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৫টি। এর আগে গত ১৯ আগস্ট প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। এটি যাত্রী পরিবহনে আকাশে উড়বে ১০ ডিসেম্বর।

উদ্বোধনের দিন হংসবলাকার বিজি ২১১২ ফ্লাইট পরিচালনা করছেন চার পাইলট স্মল স্কি, মো. আমিনুল, শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার আনিতা রহমান। বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা চালিয়ে এই ড্রিমলাইনার নিয়ে আসেন তারা। ফ্লাইট পার্সার শবনম কাদিরসহ কেবিন ক্রু হিসেবে দায়িত্বে আছেন পাঁচজন।

এদিকে, হংসবলাকা শনিবার বিকাল সাড়ে ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও বিলম্বে রওনা দেওয়ায় নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা পর দেশে আসে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার বলেন, যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে হংসবলাকার ছাড়তে দেরি হয়। এ কারণে উড়োজাহাজটি বিকাল সাড়ে ৪টার পরিবর্তে গভীর রাতে ঢাকায় আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১