বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮

কমে আসছে উন্নত দেশগুলোতে ভোটদানের সংখ্যা


গত মার্কিন নির্বাচনে ভোট পড়েছে ৫৩ দশমিক ৬ শতাশ। প্রায় অর্ধশতাংশ মানুষই ভোটদানের বাইরে ছিলেন। এরকম অনেক উন্নত দেশেই ভোটদানের সংখ্যা কমে আসছে ১৯৮০ সালের পর থেকে। বিশেষ করে ওইসিডি (অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশগুলোতে।

অস্ট্রিয়া, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, সুইডেন, পর্তুগাল, স্পেন, ইতালি, ফ্রান্সের মতো উন্নত গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশেও ভোটদানের সংখ্যা কমে আসছে দিন দিন। সমর্থবান ৩১ থেকে ৩৫ শতাংশ ভোটারই ভোটদানের বাইরে থাকেন। এটা একটা রাজনৈতিক ও দার্শনিক বিষয়ও বটে। যারা গণতন্ত্রের পথিকৃৎ, তাদের দেশেই ভোটদানের সংখ্যা কমে আসছে। এ নিয়ে রয়েছে বহু বিতর্ক। গণতন্ত্র তো আসলে বুর্জোয়া শাসনপদ্ধতি, ব্যবসায়িক উদ্দেশ্যই তার প্রধান দিক, এমনই সমালোচনা করেন মার্কসবাদীরা। কত শতাংশ মানুষের ভোটে সরকার নির্বাচিত হয়, যে গণতান্ত্রিক সরকার সমস্ত জনগণকে শাসন করার অধিকার রাখে!

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১