বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮

ইনিংস ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের


ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ফলোঅন করায় প্রতিপক্ষকে। এরপর দ্বিতীয় ইনিংসেও স্পিন জালে হাসফাঁস অবস্থা হয় ওয়েস্ট ইন্ডিজের। টাইগারদের লিড পাওয়া ৩৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় ২১৩ রানে। বাংলাদেশের ইনিংস ও ১৮৪ রানের বড় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়। স্বাদ পায় নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম ইনিংস ব্যবধানে জয়ের।

এছাড়া বাংলাদেশ ২০১৪ সালের পর টেস্টে সিরিজ জয় করলো। ইতোমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারালেও সিরিজ জয়ের স্বাদ পায়নি সাকিবরা। এমনকি ক'দিন আগে জিম্বাবুয়েও অপেক্ষা বাড়ায় বাংলাদেশের। তবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। ২০০৯ সালের পর টেস্টে তাদের হোয়াইটওয়াশ করল সাকিব-মিরাজরা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় উইকেট নেন সাকিব। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট তুলে নেন মিরাজ। পরের ৬ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরাজ ৮৫ রানে তাদের পঞ্চম উইকেট তুলে নেন। এরপর ১৪৩ রানে সপ্তম উইকেট পড়ে তাদের। ভরসা দিচ্ছিলেন হেটমায়ার। কিন্তু তিনিও ৯৩ রানে ফিরে যান।

বাংলাদেশের সামনে এখন প্রথম ইনিংস ব্যবধানে জয় পাওয়ার অপেক্ষা। ছাড়িয়ে যাওয়ার সুযোগ টেস্টে বাংলাদেশের আগের সব বড় রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। তার জন্য আর ২ উইকেট দরকার সাকিবদের।

আগের দিন ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের সকালেই অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে একাই তুলে নিয়েছেন সাত উইকেট। বাকি তিনটি উইকেট নিজের করে নেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেন হেটমায়ার ও ডউরিচ। তারা যথাক্রমে ৩৯ ও ৩৭ রান করেন। 

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০৮ রান করে। দলের হয়ে মাহমুদল্লাহ ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সাকিব ৮০, সাদমান ৭৬ এবং লিটন দাস খেলেন ৫৪ রানের ইনিংস। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১