বাংলাদেশের খবর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮

ম্যাচ সেরা মিরাজ, সিরিজ সেরা সাকিব


সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক নির্ভরযোগ্য নাম। আঙুলের চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে ফেরেন ২২ গজে। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে দলের হাল ধরেন। ৬৪ রানে জয় পায় বাংলাদেশ দল। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৩৪ রানের ইনিংস খেলেন। তুলে নেন তিনটি উইকেট। পরের ইনিংসে ব্যাট হাতে মাত্র ১ রান করলেও দুটি উইকেট তুলে নেন। 

ঢাকায় ফিরে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন মোট ৫ উইকেট। এতে প্রথমারের মতো কোনো দলকে ফলো অনে পাঠিয়ে ইনিংস ও ১৮৪ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে সাকিব আল হাসানকেই দেয়া হয়েছে ম্যান অব দ্য সিরিজের খেতাব।

এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫৮ রানের ৭টি আর দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করে পাঁচ উকেট খুঁজে নেন ডান-হাতি এই স্পিনার। আর তাই ম্যাচের নায়ক তাকেই নির্বাচিত করা হয়।

আগামী ৯ ডিসেম্বর থেকে মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ১১ তারিখ দ্বিতীয় ম্যাচ হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিলেটে আয়োজন করা হবে। তার আগে ৬ ডিসেম্বর বিকেএসপির মাঠে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১