বাংলাদেশের খবর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮

বুক পকেটের গল্পে অপূর্ব ও রুহী


পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে আর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে। হঠাৎ দেখা হয় অবন্তিকার সঙ্গে। সেই অবন্তিকা যে হয়তো রুদ্রকে একটা সময় ভালোবাসত। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ নয়। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায়। এই রুদ্রর সঙ্গে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে একটা সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সব সময় একসঙ্গে চলাফেরা করেছে। সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলেছে, সেটা সে নিজেও জানে না। পারিবারিকভাবে বিয়ের কথা আসতেই রুদ্র কোথাও যেন হারিয়ে যায়। আর অন্যদিকে রুদ্র অবন্তিকাকেও কোনোকিছু না বলে চলে যায় বিদেশে।

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বুক পকেটের গল্প’। সৈয়দ ইকবালের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় নাটকটিতে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। অবন্তিকা চরিত্রে দেখা যাবে অর্ষাকে এবং পৃথা চরিত্রে অভিনয় করেছেন রুহী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১