বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকদের জানিয়েছেন ড. কামাল


নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকদের অবহিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে এনডিআইয়ের কাছে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনী পরিবেশ তুলে ধরেন গণফোরাম সভাপতি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে ইসি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না।

তবে বৈঠকটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকে হলেও এ বৈঠকে গণফোরামে যোগ দেয়া রেজা কিবরিয়া ছাড়া ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১