বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আবারো নীল দলের জয়

অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ছবি : বাংলাদেশের খবর


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আবারো জয়জয়কার আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীদের। এবারের নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে নির্বাচিত হয়েছেন তারা। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা মাত্র একটি সদস্য পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত কয়েক বছর ধরেই নির্বাচনে নীল দলের শিক্ষকরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী।

অধ্যাপক মাকসুদ কামাল নির্বাচনে নীল দল থেকে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। মাকসুদ কামাল পেয়েছেন ১০৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী অধ্যাপক আখতার হোসেন খান পেয়েছেন ৪৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল দলের প্রার্থী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট। এছাড়া নীল দল থেকে সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক (৮৬০ ভোট), যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী (৭৭৭ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮৯৮ ভোট) বিজয়ী হন।

পাশাপাশি সদস্য পদে নীল দল থেকে গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, চারুকলা অনুষদের নিসার হোসেন, লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে বিজয়ী হয়েছেন। সাদা দলের তরফে সদস্য পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বিজয়ী হন।

নির্বাচন সম্পর্কে জানতে চাইলে কমিশনার তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণে সব প্রার্থী নির্বাচন পরিষদকে সহযোগিতা করেছেন। কোনো প্রার্থীই কোনো ব্যাপারে অভিযোগ করেননি। সাদা দলের সভাপতি পদে পরাজিত প্রার্থী অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের কোনো অভিযোগ নেই। অতীতের মতো নির্বাচিতদের যেকোনো কাজে আমরা সহযোগিতা করব।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১