বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮

আবারো মহাকাশে সয়ুজ

আবারো মহাকাশে সয়ুজ ছবি- নাসা


মাত্র দু’মাস আগে উড্ডয়নের পথে ইঞ্জিনে গোলযোগের কারণে মহাকাশ যাত্রা পণ্ড হয়ে যাচ্ছিল রাশিয়ার রকেট সয়ুজের। তবে সেই ব্যর্থতাকে পাশ কাটিয়ে আবারো মহাকাশ স্টেশনে পৌঁছে গেছে সয়ুজ। সোমবার কাজাখস্তানের বইখানুর কসমোড্রম থেকে রুশ নভোচারী ওলেগ কোনোনেনকো, মার্কিন মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইন ও কানাডার ডেভিড সেইন্ট-জ্যাকাসকে নিয়ে যাত্রা শুরু করে সয়ুজ এমএস ১১। এবারের উৎক্ষেপণ শতভাগ সফল হয়েছে বলে জানিয়েছে, রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র স্পেস শাটল বাতিল করার পর পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোশ্চরদের পৌঁছনোর একমাত্র উপায় রাশিয়ার সয়ুজ রকেট।             ছবি- নাসা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১