বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮

কনকচাঁপার ফেসবুক আইডি হ্যাকড

কনকচাঁপা সংরক্ষিত ছবি


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাকড হয়েছে। গত ২৯ নভেম্বর আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের দিকে তার আইডি ও পেজ হ্যাকড হয়েছে বলে জানান তিনি। কনকচাঁপা জানান, আইডি ও পেজ হ্যাকড হওয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন তিনি। পরে বিষয়টি সাইবার ক্রাইমে অবগত করেন কনকচাঁপা। ওইদিন রাতেই রাজধানীর পল্টন থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করেছেন এ সঙ্গীতশিল্পী।

জিডি নম্বর ১৯৭০ জানিয়ে কনকচাঁপা বলেন, ‘বিগত কয়েক দিন আমি চেষ্টা করেছি আমার আইডি এবং ফ্যান পেজ উদ্ধারের জন্য। কিন্তু কোনোভাবেই তা উদ্ধার করা যাচ্ছে না। যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যান পেজ আপাতত আমার কন্ট্রোলে নেই, তাই যদি এর পরবর্তী সময়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয় তাহলে এর দায়ভার আমার থাকবে না। আমি একজন সঙ্গীতশিল্পী। এ দেশের গানপাগল মানুষেরা আমার গানকে ভালোবেসে আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করছেন কনকচাঁপা। বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১