বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮

ধর্মপাশায় অবৈধ্য ড্রেজার মেশিন জব্দ

৫০হাজার টাকা জরিমানা

নদীতে অবৈধ্য ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার সময় দুই ব্যাক্তি আটক  ছবি : বাংলাদেশের খবর


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার সংলগ্ন বরইয়া নদীতে অবৈধ্য ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার দায়ে দুইজন ব্যক্তি ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ধর্মপাশা থানা পুলিশ। 

মঙ্গলবার বিকেলে নদীতে অবৈধ্য ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। 

আটক হওয়া ব্যক্তিরা হলেন, আব্দুল কাদির (৩৫) এবং মমিন আহম্মদ (২২)। আব্দুল কাদিরের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার বাইশধার গ্রামে ও মমিন আহম্মদদের বাড়ি জেলার জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে।

পরে নদীতে অবৈধ্য ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত আটক হওয়া ওই দুজন ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা পরিশোধ করার পর ওই দুজন মুক্তি পেয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেব এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১