বাংলাদেশের খবর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮

আবুল কালামের আয় বেড়েছে হয়েছে কৃষিজমি

জামালপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ সংরক্ষিত ছবি


জামালপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদের আয় ও কৃষিজমি গত পাঁচ বছরে বেড়েছে। বর্তমানে তার বার্ষিক আয় ১৯ লাখ ২ হাজার ১৭১ টাকা, ২০১৪ সালের আগে যা ছিল ১৬ লাখ ৬৫ হাজার ৪৮৩ টাকা। আগে না থাকলেও বর্তমানে তার প্রায় ৩ একর কৃষি জমি রয়েছে। একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল কালাম এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চারবারের নির্বাচিত এই সংসদ সদস্য। এক সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে আবুল কালাম আজাদের আয় শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৪২ হাজার ১৭১ টাকা, পরামর্শক হিসেবে ভাতা পান ১২ লাখ টাকা ও সংসদ সদস্য হিসেবে ভাতা পান ৬ লাখ ৬০ হাজার। পাঁচ বছরের ব্যবধানে তার আয় বেড়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৮৮।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আবুল কালামের জমা দেওয়া হলফনামায় অস্থাবর সম্পদের বিবরণে উল্লেখ রয়েছে বৈদেশিক মুদ্রার মধ্যে ১ হাজার ইউএস ডলার, নগদ টাকা ৪ লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১১ লাখ ১১ হাজার ১৯১ টাকা, বল্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ খাতে ৮ হাজার ৮০০ টাকা, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ১ হাজার টাকা, দুটি মোটরগাড়ির প্রথমটার মূল্য ধরা হয়েছে ৭৪ লাখ এবং দ্বিতীয়টি ৬৫ লাখ ১৬ হাজার ৮৮৫ টাকা। এ ছাড়া তার ২১ ভরি স্বর্ণ, ইলেকট্রনিক সামগ্রী ২ লাখ টাকার, আসবাবপত্র হিসেবে খাট ও সোফা, দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১