বাংলাদেশের খবর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮

নৃত্যানুষ্ঠান ‘বাউলা কে বানাইলো রে’


হাছন রাজার প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ নৃত্যানুষ্ঠান প্রচার করবে দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভি। ‘বাউলা কে বানাইলো রে’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকাল ৫টায়। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় অনুষ্ঠানে হাছন রাজার বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে বহুরূপী সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা।

মরমি দার্শনিক কবি হাছন রাজা। যার গান ও দর্শনে মিশে আছে বাংলার মাটি ও মানুষের ঘ্রাণ। তার গান গভীর তত্ত্ববহ কিন্তু সহজ-সরল শব্দে রচিত। অনুষ্ঠানটি সম্পর্কে পার্থ প্রতিম হালদার বলেন, বিভিন্ন দিবসে দুরন্ত টেলিভিশন ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণের উদ্যোগ নিয়ে থাকে। এর আগে দিবস কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠানগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। সে ধারাবাহিকতায় মরমি কবি হাছন রাজার প্রয়াণ দিবসে আজকের এ বিশেষ নৃত্যানুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।

‘বাউলা কে বানাইলো রে’ অনুষ্ঠানে তার বিভিন্ন গানে নৃত্য পরিবেশেন করবেন রাইনা, আদ্রিতা, রিয়া, প্রভা, বর্ণিতা, তিথি, অনিকা, কৌশিক, আস্থা, পূর্ণিমা, অহনা, সেজুঁতি, বাঁধন, তাথৈ, প্রমি, প্রাচী, হূদি ও বিদৌরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১