বাংলাদেশের খবর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮

আদমশুমারিতে গণনায় আসবেন প্রবাসীরাও

২০২১ সালে হবে ষষ্ঠ আদমশুমারি: গণনায় আসবেন প্রবাসীরাও সংগৃহীত ছবি


জীবিকা আর শিক্ষার প্রয়োজনে দেশের বাইরে আছেন প্রায় ৮০ লাখের বেশি বাংলাদেশি। ১০ বছর অন্তর নিয়মিত জনসংখ্যা গণনার আয়োজন হলেও প্রবাসীদের তথ্য বরাবরই থাকছে হিসাবের বাইরে। তবে আগামী ২০২১ সালে অনুষ্ঠেয় ষষ্ঠ আদমশুমারিতে গণনার আওতায় আসবেন প্রবাসীরা। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক কর্মশালায় গতকাল এ তথ্য জানায়।

রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত ‘আদমশুমারি ও গৃহগণনা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তরকেলশন। বিবিএস মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন সংস্থাটির উপ-মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদমশুমারি প্রকল্পের পরিচালক মো. জাহিদুল হক সরদার।

স্বাধীনতা লাভের পর বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। পরে ১৯৮১, ১৯৯১, ২০০১ ও সর্বশেষ ২০১১ সালে আদমশুমারি হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের সঙ্গে সম্পর্ক রেখে নতুন শুমারিতে প্রশ্নের সংখ্যা বাড়ছে। এসডিজির ১০টি লক্ষ্যের ২৫ সূচকের তথ্য আসবে এ শুমারির মাধ্যমে।

প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেন, জীবনযাত্রার গুণগত মান ও অন্যান্য বিষয়ের জন্য আদমশুমারি একটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এসডিজির সুষ্ঠু বাস্তবায়নে শুমারি বিশেষ ভূমিকা রাখবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ঘোষণা দেওয়ায় তিনি বিবিএসকে ধন্যবাদ জানান।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী এটি জনশুমারি নামে পরিচিত হবে।

কৃষ্ণা গায়েন বলেন, দেশে বর্তমানে ডিজিটাল ক্ষেত্রের অগ্রগতি হওয়ায় আগের শুমারিতে ব্যবহূত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া পদ্ধতির সঙ্গে এলাকাভিত্তিক আধুনিক পদ্ধতি সংযোজন করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১