বাংলাদেশের খবর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮

বাবার শেষ বিদায় অনুষ্ঠানে কাঁদলেন জুনিয়র বুশ

জর্জ ডব্লিউ বুশ ছবি-বিবিসি


বাবাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে বাবার জীবদ্দশায় নিজেও প্রেসিডেন্ট হন। সেই বাবা এইচ ডব্লিউ বুশের শেষ কৃত্য অনুষ্ঠানে এসে কাঁদলেন জর্জ ডব্লিউ বুশ। 

গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় শেষকৃত্য অনুষ্ঠান।

সিনিয়র বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  গত শুক্রবার ৯৪ বছর বয়সে তিনি মারা যান। টেক্সাস অঙ্গরাজ্যে স্ত্রী বারবারার পাশে তাকে সমাহিত করা হবে।

বাবার প্রশংসা করে জুনিয়র বুশ বলেন, তিনি ব্যর্থতাকে জীবনের একটা অংশ হিসেবে সবসময় গ্রহণ করেছেন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ব্যর্থতা থেকে কীভাবে শক্তি নিতে হয়।

এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, আমাদের চোখের পানিই বলে দেয় আমরা তোমাকে কীভাবে জানি ও কতটা ভালবাসি। তিনি একজন মহৎ ব্যক্তি ছিলেন। সম্ভবত তিনি ছেলে-মেয়েদের জন্য সেরা বাবা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১