বাংলাদেশের খবর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮

দু’টি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো সৌদি আরব

সৌদি আরবের উৎক্ষেপিত স্যাটেলাইট ছবি : ইন্টারনেট


নিজস্ব প্রযুক্তিতে তৈরি দু’টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সৌদি আরব। আজ শুক্রবার চীন থেকে স্যাটেলাইটগুলো মহাকাশের পাঠায় দেশটি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ‘স্যাট ৫এ’ ও ‘স্যাট ৫বি’ স্যাটেলাইট দু’টি কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান বিন সাউদ বিন মোহাম্মদ বলেন, ‘গত বছরের পরিশ্রমের ফল পেলাম আমরা’।

মহাকাশ থেকে নজরদারির কাজ করা হবে বলে জানায় সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পা। বিন সাউদ বলেন, তারা অনেকদিন ধরেই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। এর মাধ্যমে সরকারি সংস্থাগুলো উপকৃত হবে এবং তথ্য পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১