বাংলাদেশের খবর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮

খলিল স্মরণে দোয়া মাহফিল

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা খলিল উল্লাহ খান ছবি : সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা খলিল। পাঁচ দশকেরও বেশি সময় ধরে রুপালি জগতে দাপটের সঙ্গে ছিলেন তিনি। অভিনয় ক্যারিয়ারে আট শতাধিক ছবিতে অভিনয় করেছেন এ অভিনেতা। ২০১৪ সালের ৭ ডিসেম্বর ফুসফুস, লিভার ও কিডনির জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খলিল উল্লাহ খান।

প্রয়াত এ অভিনেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। জীবদ্দশায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন খলিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে গুণী এ শিল্পীর স্মরণে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। আজ বাদ আসর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে এ দোয়া অনুষ্ঠান। এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন খলিল উল্লাহ খান। এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে ১৯৫১ সালে যোগ দেন আনসার বাহিনীতে। ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন খলিল। খলনায়ক চরিত্রে তাকে প্রথমবার দেখা যায় ১৯৬৬ সালে এস এম পারভেজ পরিচালিত ‘বেগানা’ ছবিতে। ১৯৬৫ সালে ‘ভাওয়াল সন্ন্যাসী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘সিপাহী’ ও ‘এই ঘর এই সংসার’ নামে দুটি ছবি প্রযোজনাও করেছেন খলিল। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় গুণী এ অভিনেতাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১