বাংলাদেশের খবর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮

শাজাহান খানের ব্যবসার আয় বেড়েছে ১৭৮ গুণ

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংরক্ষিত ছবি


নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দশ বছরে ব্যবসার আয় বেড়েছে ১৭৮ গুণ। মন্ত্রিত্ব পাওয়ার আগে এই আওয়ামী লীগ নেতার ব্যবসা থেকে বছরে আয় ছিল ১ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ২৫০ টাকা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাজাহান খানের নির্বাচনী হলফনামায় এ চিত্র দেখা গেছে। তিনি পেশা হিসেবে দেখিয়েছেন ‘রাজনীতি ও সাধারণ ব্যবসা’।

হলফনামার তথ্য অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ দশ বছরে বেড়ে ১৪ গুণ হয়েছে। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সঙ্গে এবারের হলফনামা মিলিয়ে এ তথ্য পাওয়া যায়। নবম সংসদ নির্বাচনের আগে শাজাহান খান তার হলফনামায় বছরে ৬ লাখ ৮৫ হাজার টাকা আয় দেখিয়েছিলেন। পাঁচ বছর পর ২০১৩ সালে তার জমা দেওয়া সম্পদের বিবরণীতে দেখা যায়, তার আয় ১৭ লাখ ৪৪ হাজার ৪২৯ টাকা।

এবারের হলফনামায় দেখা যাচ্ছে, শাজাহান খান এখন বছরে ৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৪৫৯ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকেই আসে ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে তার দুই লাখ ৩৯ হাজার টাকা আয় হচ্ছে। শেয়ার, সঞ্চয়পত্র আর ব্যাংক আমানত থেকে লাভ পাচ্ছেন দুই লাখ ৯১ হাজার টাকার বেশি। সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে পাওয়া সম্মানী-ভাতার ২৪ লাখ ৬৭ হাজার টাকা আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১