বাংলাদেশের খবর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮

দর বাড়ার শীর্ষে সোনালী আঁশ

সোনালী আঁশের লোগো সংগৃহীত ছবি


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহ শেষে এ শেয়ারটির দর বেড়েছে ৪৮ দশমিক ৯০ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে ডিএসইতে সোনালি আঁশের ৪২ কোটি ৬ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৮ কোটি ৪১ লাখ ২৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আরএন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানিটির দর বেড়েছে ২৮ দশমিক ৯৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির  ৯ কোটি ৩৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা।

গ্লাক্সোস্মিথ ক্লাইন ( জিএসকে) বাংলাদেশ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির দর বেড়েছে ২৩ দশমিক ৬৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির  ১৬ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমবি ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১