বাংলাদেশের খবর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮

ভূমিকম্প সচেতনায় 'নাইন পয়েন্ট ফাইভ'

ছবি : সংগৃহীত


ভূমিকম্পের সাবধানতা ও সচেতনতা বাড়াতে নির্মিত হয়েছে নাটক ‘নাইন পয়েন্ট ফাইভ’। জাপানী ফাউন্ডেশন সিডস এশিয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নাটকটি নির্মাণ করছেন শুভাশিস রায়। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির চিত্রায়ণ। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভীর। আরো অভিনয় করছেন সুমন পাটোয়ারী, পুতুল এবং জাপানী নাগরিক।

এ প্রসঙ্গে তানভীর বলেন, ‘কাজটি অনেক তথ্যবহুল। নির্মাতা শুভাশিস দাদা এর আগে কয়েকটি ফিল্ম নির্মাণ করেছেন। তাই ফিল্মের প্যার্টানে কাজটা করছেন। ছয়দিন ধরে ৪০ মিনিটের কাজ করছি। খুব ধরে ধরে কাজ হচ্ছে।’

গল্পে দেখা যাবে, জাপান থেকে ১২ পর একজন ছেলে দেশে আসে। যখন ছেলেটা জাপানে ছিল সেখানে একটি ঘটনায় সে আহত হয়। দেশে ফিরে সে তার বন্ধুর অফিসে ক্যারাম খেলার সময় বাল্বর দিকে দেখে জাপানের ওই ঘটনা মনে করে। এতে করে আবার হতাশ হয়। এরপর ঘটে বিভিন্ন ঘটনা।

অভিনেতা তানভীর আরো জানান, বাংলাদেশ টেলিভিশনে এটি নিয়মিত প্রচারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প সচেতনায় এই নাটকটি প্রদর্শন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১