বাংলাদেশের খবর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮

চিত্রনায়ক ফারুকের ৬০ বিঘা জমির দাম আড়াই লাখ টাকা

চিত্রনায়ক ফারুক সংরক্ষিত ছবি


ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর বাবদ (সাইনিং মানি) পাওয়া অর্থ থেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। হলফনামায় ফারুক নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরেছেন ২৫ লাখ টাকা, যার পুরোটাই আসবে সাইনিং মানি থেকে।

হলফনামায় ফারুক অভিনয় বাদে আর কোনো আয়ের উৎসের কথা উল্লেখ করেননি। তবে স্থায়ী সম্পদের হিসাবে তিনি গাজীপুরের কালীগঞ্জে ৬০ বিঘা কৃষিজমি থাকার কথা উল্লেখ করেছেন, যার অর্থমূল্য দেখানো হয়েছে আড়াই লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুসারে তার ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ ৫ লাখ ৭৬ হাজার ১১২ টাকা। এর বাইরে গাজীপুরে পৈতৃক বাড়ি ছাড়াও ঢাকার বারিধারায় একটি বাড়ি আছে। যার পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া আছে একটা নির্মাতা প্রতিষ্ঠানের কাছে।

ঢাকা-১৭ সংসদীয় আসনটি গঠিত হয়েছে গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেক থানার একাংশ নিয়ে। আসনটি গত নির্বাচনে বিএনএফকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এতে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনএফের এসএম আবুল কালাম আজাদ। এই আসনে প্রথম পর্যায়ে ফারুককে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানকেও প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত এই আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন পান চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১