বাংলাদেশের খবর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮

৯ বছর পর পরিচালনায়

অভিনেতা এটিএম শামসুজ্জামান ছবি : সংগৃহীত


একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম ছবি ‘এবাদত’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। প্রায় ৯ বছর পর আবারো পরিচালনায় আসছেন গুণী এ অভিনেতা। ‘এখন বলা যায়’ শিরোনামের ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন তিনি নিজেই। নতুন বছরে শুরু হবে ছবির চিত্রায়ণ। এমনটাই জানিয়েছেন এটিএম শামসুজ্জামান নিজেই।

তিনি বলেন, ছবিটি নিয়ে আমি দীর্ঘদিন ধরেই ভাবছি। ‘এখন বলা যায়’ হবে জীবনের গল্প। আমাদের জীবনের অনেক না বলা কথা উঠে আসবে এ ছবিতে। আমার জীবনের না বলা অনেক কথার গল্পের ছবি হবে এটি। এটি আমার স্বপ্নের ছবি। আমি অনেক স্বপ্ন নিয়েই এই ছবিটি নির্মাণে এগিয়ে এসেছি।’

ছবির প্রযোজক এবং শিল্পী সম্পর্কে কিছুই জানাননি এটিএম শামসুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, একজন শিল্পী নির্দিষ্ট একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি যেকোনো দেশের আহ্বানে সাড়া দিয়ে অভিনয় করতে পারেন। তাই আমার ছবিতে কারা থাকবেন সেটাও একটা চমক থাকবে দর্শকের জন্য।

এদিকে বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন এটিএম শামসুজ্জামান। এরই মধ্যে তিনি মীর সাব্বিরের পরিচালনায় ‘নোয়াশাল’, হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১