বাংলাদেশের খবর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮

শ্রীপুরে বিএনপির দু জৈষ্ঠ নেতা আটক


গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই জৈষ্ঠ নেতাকে ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী। তিনি দাবি করেন নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সরকারের নির্দেশে পরীক্ষিত নেতাদের টার্গেট করে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। তিনি বলেন আটক হওয়া দুজন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপুর্ন দায়িত্বে থাকা জৈষ্ঠ নেতা। খবর পেয়ে সকালেই তিনি থানায় ছুটে যান। তাঁরা (আওয়ামী লীগ) জনগণের রায়কে ভয় পায়। তবে পুলিশ বলছে আটক দুজন নাশকতার মামলার আসামি

বিএনপি নেতারা জানান শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব ও গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির সরকারকে গ্রেফতার করা হয়েছে।

স্বজনরা জানান সারা দিন নির্বাচনী কাজ শেষে বাড়িতে ফিরে ঘুমাতে গেলে ভোরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় কি অপরাধ জানতে চাইলে পুলিশ কোনো জবাব না দিয়েই তাদের আটক করে নিয়ে যায়।

গাজীপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বলেন, আমার নির্বাচনী কাজকে বাধাগ্রস্থ করতেই এমন গ্রেফতার চালাচ্ছে পুলিশ। তিনি বলেন ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চি জেনেই সরকার ভয় পেয়ে গেছে। তাই পুলিশ দিয়ে এমন অবৈধ ধরপাকড় চালাচ্ছে। তিনি বলেন কোনো মামলা না থাকলেও কেবলমাত্র হয়রানি আর ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন আমি একজন প্রার্থী হয়েও ঘন্টার পর ঘন্টার বসে থেকে ওসির সাথে দেখা করতে পারিনি।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, দুইজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। কোনো প্রকার হয়রানির উদ্দেশ্যে তাঁদের আটক করা হয়নি। আইন মেনেই তাদের গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডও চাওয়া হয়েছে তাঁদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১